Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ফেব্রুয়ারি ২০২০

লোকেশন

অবস্থানঃ

টিআইসিআই নরসিংদী জেলার পলাশ থানার নিকটে ঢাকা থেকে ৬০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। ক্যাম্পাসের গা ঘেষে রয়েছে শীতলক্ষা নদী।

ঢাকা শহর থেকে টিআইসিআই এ পৌছানোঃ

১) ভ্রমন মাধ্যম - বাসঃ

ঢাকা সিলেট হাইওয়ে খুব গুরুত্বপূর্ণ পরিবহন যোগাযোগ মাধ্যম। এ পথে তিনটি রুটে যাওয়া যায়।

          ক) গুলিস্তান (ঢাকা) > কাচপুর > মাধবদী > পাচদোনা (প্রয়োজনীয় সময়ঃ প্রায়-৯০ মিনিট)

           গুলিস্তান বাস টার্মিনাল থেকে মেঘালয় পরিবহনের মাধ্যমে সরাসরি পাচদোনা এর টিকিট করা যায়। এখান থেকে সিএনজি অটোরিকশা নিয়মিত পলাশ বাসস্ট্যান্ডে আসে। পলাশ বাস স্ট্যান্ডে পৌছে রিকশা নিয়ে টিআইসিআই যাওয়া যায়।

          খ) সায়দাবাদ (ঢাকা) > কাচপুর > মাধবদী > পাচদোনা (প্রয়োজনীয় সময়ঃ প্রায়-১২০ মিনিট)

           সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নরসিংদী/ভৈরব/সিলেট গামী যেকোন বাসে পাচদোনা এর টিকিট করা যায়। পাচদোনা থেকে সিএনজি অটোরিকশা নিয়মিত পলাশ বাসস্ট্যান্ডে আসে। পলাশ বাস স্ট্যান্ডে পৌছে রিকশা নিয়ে টিআইসিআই যাওয়া যায়।

          গ) মহাখালী (ঢাকা) > টঙ্গী (স্টেশরোড) > কালিগঞ্জ > ঘোড়াশাল (প্রয়োজনীয় সময়ঃ প্রায়-৯০ মিনিট)

           মহাখালী বাস টার্মিনাল থেকে নরসিংদী/ভৈরব/সিলেট গামী যেকোন বাসে ঘোড়াশাল ব্রীজ এর টিকিট করা যায়। ব্রীজ পার হয়ে অর্থ্যাৎ ব্রীজের পূর্ব পাশে নামতে হবে। পিপিএল, বাদশা প্রভৃতি বাস সার্ভিসের মাধ্যমে এখানে পৌছানো যাবে। ব্রীজের উপর নামিয়ে দিলে সিড়ি দিয়ে নিচেয় নামলে সিএনজি অটোরিকশা আছে যারা নিয়মিত পলাশ বাসস্ট্যান্ডে আসে। পলাশ বাস স্ট্যান্ডে পৌছে রিকশা নিয়ে টিআইসিআই যাওয়া যায়।

          ঘ) ঢাকা > কুড়িল বিশ্বরোড > বিআরটিসি কাউন্টার > পাচদোনা (প্রয়োজনীয় সময়ঃ প্রায়-৪০ মিনিট)

           কুড়িল বিশ্বরোড সংলগ্ন বিআরটিসি কাউন্টার থেকে পাচদোনা গামী বাসে পাচদোনা এর টিকিট করা যায়। পাচদোনা থেকে সিএনজি অটোরিকশা নিয়মিত পলাশ বাসস্ট্যান্ডে আসে। পলাশ বাস স্ট্যান্ডে পৌছে রিকশা নিয়ে টিআইসিআই যাওয়া যায়। বিআরটিসি বাসগুলি সকাল ৭.০০ থেকে সন্ধ্যা ৭.০০ সচল থাকে।

২) ভ্রমন মাধ্যম - ট্রেনঃ

জ্যাম এড়িয়ে চলার জন্য এটি ভাল মাধ্যম। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট দুই রুটের অনেক ট্রেনই নরসিংদী স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। মহানগর, কিশোরগঞ্জ, উপবন এসব ট্রেনের টাইম শিডিউল জেনে নিয়ে অনলাইনেই নরসিংদীর টিকিট করা যায়। কমলাপুর > বিমানবন্দর > টঙ্গী > ঘোড়াশাল > নরসিংদী।

তিতাস কম্যুটার ট্রেনটি ঘোড়াশাল স্টেশনেই স্টপেজ দেয়। ঘোড়াশাল স্টেশন থেকে সিএনজি নিয়ে সরাসরি টিআইসিআই আসা যায়।

তবে ইন্টারসিটি ট্রেনগুলি ঘোড়াশাল পার হয়ে নরসিংদী স্টেশনে দাড়াবে। নরসিংদী স্টেশন থেকে রিকশা যোগে জেলখানা মোড় আসলে এখান থেকে পলাশ আসার সিএনজি বা ছোট ছোট মিনিবাস আছে। মিনিবাসগুলি পলাশ বাস স্ট্যান্ড থামে। পলাশ বাস স্ট্যান্ডে পৌছে রিকশা নিয়ে টিআইসিআই আসা যায়। আবার স্টেশন থেকে সরাসরি সিএনজি নিয়েও টিআইসিআই আসা যায়।

৩) ভ্রমন মাধ্যম - ট্যাক্সিঃ

ঢাকা থেকে বাস এ আসার দুটি রুটের যেকোনটা ব্যবহার করেই ট্যাক্সিযোগে টিআইসিআই পৌছানো যায়। তবে কুড়িল বিশ্বরোড থেকে ওভারব্রীজ দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করে আসতে পারলে অনেকটা তাড়াতাড়ি চলে আসা যায়। এক্ষেত্রে Uber এর সহযোগীতা নেওয়া যেতে পারে।

অর্থ্যাৎ রুট হতে পারে ঢাকা > কুড়িল ফ্লাইওভার > ৩০০ ফুট > কাঞ্চনব্রীজ > গাউছিয়া > পাচদোনা > পলাশ।