Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০২২

আবেদনের নিয়মাবলী

১) আপগ্রেডেশন কোর্সঃ কোর্স টাইটেল উল্লেখ করে অনলাইন আবেদন ফরম পুরন করার মাধ্যমে আবেদন করা যাবে। অথবা টিআইসিআই ই-মেইলে (tici1611@yahoo.com) নাম, মোবাইল সহ কোর্স টাইটেল উল্লেখ করে আবেদন করা যাবে।

 

২) বিশ্ববিদ্যালয়ের স্পেশাল কোর্সঃ  অনলাইন আবেদন ফরম পুরন করার মাধ্যমে আবেদন করা যাবে। অথবা নির্বাহী পরিচালক বরাবর কোর্স টাইটেল ও কাঙ্খিত সময় উল্লেখ করে আবেদন করতে হবে। উল্লেখ্য উভয় ক্ষেত্রে ছাত্র-ছাত্রী সংখ্যা আলাদা ভাবে উল্লেখ করতে হবে।

 

৩) টেইলরমেইড কোর্সঃ অনলাইন আবেদন ফরম পুরন করার মাধ্যমে আবেদন করা যাবে। অথবা নির্বাহী পরিচালক বরাবর কোর্স ধরন, কাঙ্খিত সময় ও বিষয়সমুহ উল্লেখ করে আবেদন করতে হবে। উল্লেখ্য উভয় ক্ষেত্রে ছাত্র-ছাত্রী সংখ্যা উল্লেখ করতে হবে।

 

৪) ফি জমাদান সংক্রান্ত তথ্যঃ 

ক) যে কোন ব্যাংক থেকে ডিডি করা যাবে। এক্ষেত্রে Pay to এর ঘরে - "Training Institute for Chemical Industries, Palash, Narsingdi-1611" লিখতে হবে।

          অথবা - 

খ) নিম্নোক্ত একাউন্টে Pay Order করা যাবে।

একাউন্ট নাম

টিআইসিআই

একাউন্ট টাইপ

SND

একাউন্ট নং

2238 141 0000 0417

ব্যাংক/শাখা

উত্তরা ব্যাংক / সারকারখানা শাখা

 

বি.দ্রঃ আবেদনের প্রেক্ষিতে প্রশিক্ষণ পরিচালক মহোদয়ের অনুমতিক্রমে ফিরতি পত্রে বিশ্ববিদ্যালয় জন্য পরিচালিত স্পেশাল কোর্স অথবা আবেদনকৃত টেইলরমেইড কোর্সের নিশ্চয়তার চিঠি ই-মেইল ও পোস্টের মাধ্যমে প্রেরন করা হবে। প্রশিক্ষণার্থী সংখ্যা ১০ জনের কম হলে কোন কোর্স পরিচালনা করা অথবা না করার এখতিয়ার টিআইসিআই প্রশিক্ষণ দপ্তর সংরক্ষণ করে। তবে অনিবার্য কারন বশতঃ কোন কোর্স পরিচালনা সম্ভব না হলে সেটি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান/আবেদনকারীকে ই-মেইল অথবা মোবাইলে জানানো হবে।