Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২০

আবাসন ও বিনোদন

টিআইসিআই এ ক্যাটাগরী অনুযাযী আলাদাভাবে প্রশিক্ষণার্থীদের জন্য আবাসন সুবিধা রয়েছে। এখানে আসনসংখ্যা অফিসার্স হোস্টেলে ৩৫, স্টাফ হোস্টেলে ৬৫, মহিলা হোস্টেলে ৫৪ আসন রয়েছে। শিক্ষনবিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীদের জন্য ট্রেনীজ হোস্টেলে ১৫০ আসন ব্যবস্থা আছে। বিদেশী মেহমান ও আগত ভিআইপি বৃন্দের জন্য রয়েছে ভিআইপি হোস্টেল যা এয়ার কন্ডিশনিং, গরম পানির সুব্যবস্থা, ওয়াইফাই প্রভৃতি সহ স্পেশাল সুবিধাসম্পন্ন হোস্টেল। এসব স্থান উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন যেখানে আর্মড আনসার ছাড়াও সিসি ক্যামেরা এবং প্রয়োজনে নিকটস্থ থানা থেকে এসে পুলিশের সদস্যরা পাহারায় নিয়োজিত থাকেন।

 

টিআইসিআই ক্লাবটি সমস্ত অতিথি এবং প্রশিক্ষণার্থীদের জন্য উন্মুক্ত। কয়েক ধরনের ইংরেজি ও বাংলা পত্রিকা, বিভিন্ন ইনডোর এবং আউটডোর গেমস, ব্যাডমিন্টন কোর্ট, লং টেনিস ইত্যাদি আয়োজন এই ক্লাবে রয়েছে। প্রতিদিন বিকাল ৫.০০ থেকে সকল প্রশিক্ষণার্থী এবং কর্মীগণের জন্য এটি খোলা হয়ে থাকে।