Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২০

অন্যান্য

১) মেডিকেল ব্যবস্থাঃ পার্শ্ববর্তী ইএফএফএল এর সাথে চুক্তিমতে টিআইসিআই এর জন্য ডাক্তার এবং ইমার্জেন্সি ব্যবস্থা রয়েছে। এটি সকল প্রকার কর্মী ও প্রশিক্ষণার্থী এর জন্য প্রযোজ্য।

 

২) সুপেয় পানির ব্যবস্থাঃ টিআইসিআই এর ক্যান্টিন এবং কলোনীর মসজিদ সংলগ্ন ডিপ টিউবওয়েল থেকে পানি সরবরাহের সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণার্থীগণ এখান থেকে নিরাপদ পানি সরবরাহ পেয়ে থাকেন।

 

৩) অপটিক্যাল ফাইবারঃ টিআইসিআই এর ব্রডব্যান্ড ইন্টারনেট সাপ্লাই এ রয়েছে অপটিক্যাল ফাইবার সংযোগ যা দ্রুত ইন্টারনেট ব্যবস্থা। প্রশিক্ষণার্থীদের কে আলাদাভাবে সংযোগ দেওয়ার ব্যবস্থা না থাকলেও প্রশিক্ষণার্থীগণ তাদের কোর্স কোঅর্ডিনেটরের মাধ্যমে জরুরী ই-মেইল আদান প্রদান করতে পারেন।

 

৪) পরিচ্ছন্নতাঃ টিআইসিআই ব্যবস্থাপনা পদ্ধতিতে প্রতিটি ক্লাসরুম, হোস্টেল, ল্যাব প্রভৃতি এলাকা শিডিউল অনুসারে পরিচ্ছন্ন রাখার জন্য দক্ষ কর্মীর অনুমোদন রয়েছে। এ শিডিউল সরাসরি প্রশাসন বিভাগের মাধ্যমে সুনিপুনভাবে পরিচালনা করা হয়। এছাড়াও লোকাল টেন্ডারের মাধ্যমে জঙ্গল ইত্যাদি পরিস্কারের নিয়মিত আয়োজন রয়েছে।

 

৫) নামাজঘরঃ টিআইসিআই ক্যান্টিনের ঠিক ওপরে নামাজের ব্যবস্থা রয়েছে। এখানে একজন মুয়াজ্জিন নিয়োজিত আছেন শুধুমাত্র আসর নামাজের জন্য। সম্প্রতি এই নামাজঘর সম্প্রসারন করা হয়েছে। কলোনীতে রয়েছে জুমআ ব্যতীত ৫ ওয়াক্ত নামাজের ব্যবস্থা।

 

৬) টিকককসঃ এটি হলো টিআইসিআই কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সরাসরি ইডি এবং টিডি মহোদয়ের নজরে থেকে এটি পরিচালিত হয়। বাৎসরিক একটি মিটিং কল করে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে এর সদস্য বাছাই করা হয়। ছাত্র শিক্ষক কর্মচারী সকলে এ সমিতিকে যেমন সহযোগীতা করেন আবার এ সমিতি সবোর্চ্চ সেবার মাধ্যমে ইতিমধ্যে সকলের অন্তরে জায়গা করে নিয়েছে।