Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২০

প্রশিক্ষণের ধরন

শিল্পকারখানাসমূহ পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ, সেফটি ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে টেকসই প্রযুক্তির উপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে টিআইসিআই নিম্নোক্ত ধরণের কোর্সসমূহ পরিচালনা করে থাকেঃ

 

ক) দীর্ঘমেয়াদী কোর্স (Long course): বিআইসির নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশদের জন্য টিআইসিআই এক বছর ব্যাপী দীর্ঘমেয়াদী কোর্স পরিচালনা করে।

 

খ) মানোন্নয়ন কোর্স (Upgradation course): শিল্প ও অন্যান্য প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, টেকনিশিয়ান এবং অপারেটরদের জন্য রয়েছে এক সপ্তাহ ও দুই সপ্তাহ মেয়াদী মানোন্নয়ন কোর্স।

 

গ) বিশেষ কোর্স (Special course): প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের জন্য তিন সপ্তাহ এবং চার সপ্তাহ মেয়াদী বিশেষ  টেকনোলজী এডাপটেশন কোর্স পরিচালিত হয়।

 

ঘ) টেইলর-মেইড কোর্স (Tailor-made courses): আলোচনার মাধ্যমে যে কোনও সংস্থার/প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সিলেবাসে টিআইসিআই টেইলর-মেইড কোর্সের আয়োজন করে থাকে।

 

ঙ) স্বল্প মেয়াদী কোর্স (Short course): বিভিন্ন শিল্প ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, টেকনিশিয়ান, অপারেটর ও সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণার্থীবৃন্দের জন্য বিশেষভাবে সাজানো তিন দিন ও চার দিনব্যাপী স্বল্প মেয়াদী কোর্স পরিচালনা করে থাকে।