Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০২০

লাইব্রেরী ও সেমিনার হল

 

টিআইসিআই লাইব্রেরীঃ

টিআইসিআই লাইব্রেরীর মোট আয়তন ৭৫০০ বর্গফুট। লাইব্রেরীতে প্রাকটিক্যাল ব্যবহার্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বই, রেফারেন্স বই, ম্যানুয়াল, হ্যান্ডবুক, এনসাইক্লোপিডিয়া ইত্যাদির প্রায় ৫৪০০ সংগ্রহ রয়েছে। সাধারণ ব্যবস্থাপনা, অর্থ, ক্রয় পরিকল্পনা, বিপণন ও মানবসম্পদ উন্নয়ণ সম্পর্কিত বইগুলিরও একটি ভাল সংগ্রহ আছে। প্রতি বছর লাইব্রেরির সংগ্রহে নতুন নতুন বই যুক্ত করে আপডেট করা হয়। এছাড়া টিআইসিআই প্রচুর পরিমাণে জাতীয় ও  আন্তর্জাতিক প্রযুক্তি জার্নাল এবং ম্যাগাজিনসমুহ সংগ্রহ করে লাইব্রেরীতে সঞ্চিত রাখে। এ লাইব্রেরী সকল ধরনের প্রশিক্ষণার্থী ও কর্মীদের জন্য উন্মুক্ত।

 

টিআইসিআই সেমিনার হলঃ

প্রশাসন ভবনের নিচতলায় একটি সেমিনার হল রয়েছে। প্রায় ৮৫ টি এলিগ্যান্ট ফোল্ডিং টেবিলযুক্ত আসনের ধারণক্ষমতা নিয়ে গঠিত সেমিনার হলে ডিজিটাল ব্যনার এবং সেন্ট্রাল ডিজিটাল স্টেরিও সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক বৈদ্যুতিক ফিটিংযুক্ত। সম্প্রতি মঞ্চটি নতুন পর্দাসহ ডিজাইন করা হয়েছে। উদ্ভোধনী, সমপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, সম্মিলিত ক্লাস, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই হলে অনুষ্ঠিত হয়।